অবশেষে অধ্যক্ষ ছানাউল্লাহকে বরখাস্ত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠির মুল অংশ নিচে তুলে ধরা হলো।
কাপাসিয়া কলেজের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়সহ সার্বিক বিষয়ে তদন্তের লক্ষ্যে গঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত টিমের পর্যবেক্ষনে অধ্যক্ষ ছানাউল্লার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিম্নোক্ত আমলযোগ্য মারাত্মক ত্রুটিসমুহ পরিলক্ষিত হয়েছে:
২/ অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিশ্ববিদ্যায়ের বিধিমালা লংঘিত হওয়ার পরও নির্বাচন সঠিক পদ্ধতিতে হয়েছে বলে তদন্ত কমিটির কাছে অসত্য তথ্য উপস্হাপন করা
৩/ কলেজের জমি বিক্রি বা বেদখল হয়নি বলে তদন্ত কমিটিকে অসত্য তথ্য প্রদান করা
৪/ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী থাকার পরও শুধুমাত্র সুষ্ঠু তদারকির ও যথাযথভাবে পরিচালনার অভাবে কলেজে সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়া এবং পরীক্ষার্থীদের ফলাফল খুবই খারাপ হওয়া
৫/ শিক্ষার্থীদের ছাত্রাবাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়া।
উল্লেখিত কারণসহ প্রশাসনিক অদক্ষতা এবং কলেজ পরিচালনায় ব্যর্থতার জন্য অনতিবিলম্বে গভর্নিং বডির সভার সিদ্ধান্তক্রমে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনপূর্বক অন্তর্তি সময়ের জন্য বিধি মোতাবেক একজন জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য সভাপতিকে অনুরোধ করা হলো।
Social Plugin