Ad Code

সতর্কতামূলক পোষ্ট!! জীবন বাঁচাত যে যে কাজ গুলো করতে হবে‬

সতর্কতামূলক পোষ্ট (পোষ্টটি পড়ে শেয়ার করার অনুরোধ রইলো)
‪‎জীবন বাঁচাত যে কাজ গুলো করতে হবে‬
১/ সাথে সাথে এ্যাবুলেন্স নাম্বারে ফোন করবেন...
২/ রক্ত ক্ষরন বন্ধ করুন‬
আপনি খুব সাবধানে হাটুর নিচে অথবা আক্রান্ত স্থানে পরিস্কার গামছা বা মোটা উড়না দিয়ে বেধে ফেলবেন। তাতে রক্ত পরা বন্ধ হবে। খুব বেশি জোরে বা আসতে বাধলে হবে না, যেই প্রেসারে রক্তক্ষরন বন্ধ হয়, এমন প্রেসার দিতে হবে।
৩/ আক্রান্ত ব্যাক্তির মেন্টাল সা
খুবই প্রয়োজনীয় একটি কাজ!!! দূর্ঘটনায় পরা লোকটিকে সব সময় জাগিয়ে রাখতে হবে, কোন ভাবেই ঘুমাতে দেওয়া যাবে না। আর বার বার সান্তানার ভাষায় বলতে হবে.... "আপনার কিছুই হয় নি, আপনি বেচে থাকবেন"
দূর্ঘটনায় ক্ষতি গ্রস্থ অঙ্গের অংশ বিশেষ, কোন ভাবেই দূর্ঘটনা কবলিত ব্যাক্তিকে দেখানো যাবে না। তাকে সে সাইকোলজিকেল সক্ এ কবলিত হবে।
৪/ কি করা যাবে নাঃ
খাবার পানি দেওয়া যাবে না। পানি চাইলে লবন+পানি (স্যালাইন) খেতে দিবেন।
আপনারা অনেকই দাড়িয়ে দাড়িয়ে ছবি তুলতে থাকেন, এটা ঠিক না, নিজের বাবা, মা, ভাই, বোনের ক্ষেত্রে, আপনি কি করতেন??
৫/ এই ধরনের দূর্ঘটনায় মিত্যুর কারন।
অতিরিক্ত রক্ত ক্ষরন, মস্তিষ্কে রক্ত ক্ষরন, শ্বাসপ্রশ্বাস ও হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যায়।
৬/ তাড়াতাড়ি রক্তের গ্রুপ জেনে নিন, আইডি কার্ড ও পাসপোর্ট এ ব্লাড গ্রুপ লেখা থাকে। জরুরি প্রয়োজনে রক্ত দিয়ে জীবন বাঁচান।
৭/ নিশ্বার বন্ধ হয়ে গেলে, মুখে মুখ লাগিয়ে জোড়ে শ্বাস দিতে হবে।
৮/ অবশ্যই এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হবে, রক্ত দাতারা ও সাথে যাবে।।। 

হাসপাতালের ডাক্তার প্রয়োজনিয় ব্যাবস্খা নিবেন।।।।
Rx
A, B, C & D
বাঁচা মরা অাল্লাহর হাতে, তবে দূর্ঘটনায় কবলিত ব্যাক্তিকে সাহায্য করতে হয়।
লেখাঃ
ডাঃ শেখ মাহ্ফুজুল হক সোহাগ
MBBS (Dhaka)
DMU, PGT, BMDC
Reg A 70154
Phone no +8801717477563

Post a Comment

0 Comments