Ad Code

কাপাসিয়ায় রিকসা ও ভ্যান চালকদের প্রশিক্ষণ!!

কাপাসিয়ায় রিকসা ও ভ্যান চালকদের প্রশিক্ষণ
বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংক অর্থায়নে এলজিইডি’র আরটিআইপি-২ ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী প্রগতি একাডেমিতে সড়ক নিরাপত্তায় রিকসা ও রিকসা ভ্যান চালকদের প্রশিক্ষণ ও রিফ্লেকটিভ স্টিকার বিতরণ গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচীর কাপাসিয়ার ফিল্ড কমিউনিকেটর মো: নজরুল ইসলাম, বিএলসি ট্রেইনার মো: আলী আকবর, সাবেক ইউপি সদস্য আ: বারিক, ইউপি সদস্য শাহজাহান, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট আহ্বায়ক নূরুল আমীন সিকদার, বেলাশী প্রগতি একাডেমি পরিচালক ও প্রধান শিক্ষক মন্জুরুল হক, শিক্ষক আসাদুল্লাহ মাসুম, শিক্ষক লুৎফুননাহার লতা, হনুফা, আকলিমা খাতুন, জিনিয়া সুলতানা, রাজিয়া সুলতানা, জুয়েল প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বেলাশী, আমরাইদ, বীরউজলী, হাইলজোড়, লোহাদী গ্রামের ২৭ জন রিকসা ও রিকসা ভ্যান চালককে প্রশিক্ষণ ও তাঁদের রিকসায় রিফ্লেকক্টিভ স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। পরে প্রত্যেকে রিকসা ও রিকসা ভ্যান চালককে সম্মানী প্রদান করা হয়েছে।

নিউজ - আসাদুল্লাহ মাসুম Gazipurbarta24.com

Post a Comment

0 Comments