Ad Code

কাপাসিয়া শিশুদের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত!!

কাপাসিয়া শিশুদের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত!!
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব প্রাথমিক পর্যায়ের ফাইনাল ফুটবল খেলা ১১ মে বিকালে কাপাসিয়ায় ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ জানান, উপজেলার ১১ ইউনিয়নে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সন্মানিয়া ইউনিয়নে মরিয়ম ফাউন্ডেশান এর সহযোগিতায় মরিয়ম ভিলেজ (দক্ষিন গাঁও) মাঠে বিকাল ৩ টায় প্রথমে বালিকা ও পরে বালক ২ গ্রুপের খেলা শুরু হয়। এ সময় খেলা উদ্বোধন করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখা সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক আশরাফুল আলম খান, আ’লীগ উপজেলা সহ সভাপতি সুনীল চন্দ্র রায়, সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ূব, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট আহবায়ক নূরুল আমীন সিকদার, মরিয়ম ফাউন্ডেশানের প্রতিনিধি আজম সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সিরাজ, ক্ষুদে খেলোয়ারসহ শত শত দর্শক।

এছাড়া উপজেলার ঘাগটিয়ায় চালা স: প্রা; বি: মাঠে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহীনুর আলম সেলিম, সহকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, আ’লীগ নেতা আতিকুল ইসলাম রিংকু, প্রধান শিক্ষক আনারুজ্জামন, প্রাথমিক বি: প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির,  বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুছ ছামাদ সরকার, সাবেক সভাপতি তারেক হোসেন রিপন ও শিক্ষানুরাগি আসাদুজ্জামান সরকার প্রমুখ।

এছাড়া রায়েদ এ হাইলজোড় স: প্রা: বি:,
কড়িহাতায় রামপুর স: প্রা: বি:,
টোক এ কামারটেক স: প্রা: বি:,
বারিষাব গিয়াসপুর স: প্রা: বি:,
কাপাসিয়ার কাপাসিয়া পাইলট উচ্চ বি:,
চাঁদপুরে ভাওয়াল চাঁদপুর স: প্রা: বি:,
দূর্গাপুরে রানীগঞ্জ উচ্চ বি: ও
সিংহশ্রীর সিংহশ্রী স: প্রা: বি:  মাঠে অনুরুপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শিশুদের খেলার মাঠে বিকেলের সোনালী রোদে দর্শকের ভিড় জমেছে। আনন্দ উৎসাহ নিয়ে বিদ্যালয়ের শিশুরাও  খেলা উপভোগ করতে দেখা গেছে।
খেলায় অংশগ্রহন করেছে
দক্ষিন গাঁও স: প্রা:বি:,
চর নিলক্ষী স: প্রা: বি:,
মির্জানগর স: প্রা; বি:,
চরআলী নগর স: প্রা: বি:,
গিয়াসপুর স: প্রা: বি:,
নরত্তোমপুর স: প্রা: বি:,
দাওড়া জে বি স: প্রা: বি:,
হাইলজোড় স: প্রা: বি: ,
টান চৌড়া পাড়া স: প্রা: বি:,
বড়হর হাকিম মোল্লা স: প্রা: বি:,
বিবাদিয়া স: প্রা:, সালদৈ স: প্রা: বি:,
ঘাগটিয়া চালা স: প্রা: বি: ও
বাওরাইদ স: প্রা: বি: সহ প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

খবর সংগ্রহ গাজীপুর বার্তা
আসাদুল্লাহ মাসুম

Post a Comment

0 Comments