৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম এবং জীবিত মুক্তিযোদ্ধা ও দেশবাসীর ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করি। সরকার মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭জনকে বীরশ্রেষ্ঠ, ৬৯জনকে বীর উত্তম, ১৭৫জনকে বীর বিক্রম এবং ৪২৬জন বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।
আমার জানা মতে তিনজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার জন্মস্থান কাপাসিয়া।
তাঁরা হলেন-
১/ মোঃ দৌলত হোসেন মোল্লা, বীর বিক্রম
★(যুদ্ধক্ষেত্রঃ ১০নং সে.)
২/ আব্দুল বাতেন খান, বীর প্রতীক
★(যুদ্ধক্ষেত্রঃ ২নং সে.)
৩/ ফারুক লস্কর বীর প্রতীক(ছবি পাওয়া যায়নি)
★(যুদ্ধক্ষেত্রঃ ৮নং সে.)
মুক্তিযুদ্ধে গাজীপুর ৩নং সে. এর অন্তর্ভুক্ত ছিল এবং কাপাসিয়ায় FF কমান্ডার ছিলেন মাহবুবুল আলম খান এবং BLF ডাঃ সিরাজুল ইসলাম।
শহীদ তাজউদ্দিন আহমেদ, শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আমরা কতটুকু জানি?
তাই নিম্নলিখিত পদক্ষেপ নেয়া যেতে পারে-
#শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে নিজ গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরন ও পাঠাগার প্রতিষ্ঠা করা।
#বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন তাঁদের নামে করা।
#মনুমেন্ট তৈরি করে তাঁদের নাম দেয়ালে লিখে রাখা।
সুশীল সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।
মূল পোষ্ট - Mumita Sen
0 Comments