কাপাসিয়ার সিংহশ্রীতে নাট্যকর্মী ফারুক হোসেন হত্যা মামলার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন শাকিল (১৯), তার বাবা দুবাই প্রবাসী আবদুল বাতেন (৫০) ও মা সাজেদা (৩৭)।
রবিবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ইলিয়াস হোসেন এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী আসাদুল্লাহ বাদল আলোকিত নিউজকে বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিংহশ্রী বটতলা মোড়ে চা পান করার সময় কুলগঙ্গার ফারুক হোসেনকে (৪৫) আসামি শাকিল ও তার বাবা ছুরি মেরে হত্যা করেন।
ফারুক হোসেন বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতার জন্য নাট্যদল গঠন করে বিভিন্ন স্থানে নাটক পরিবেশন করতেন।
নাট্যদলের অপর কর্মী শাকিল মাদকাসক্ত হওয়ায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এর জের ধরে ওই হত্যাকান্ড ঘটে।
News Credit - AlokitoNews.com
0 Comments