#টিপস (অনেকেই জানেন তার পরও জানালাম)
একটা বিষয়ে খেয়াল রাখবেন যে আমরা যখন কোন অপ্রয়োজনীয় লিংক বা থার্ডপার্টির কোন লিংকে গিয়ে প্রফাইল সম্পর্কীত নানা তথ্য জেনে নেই(ভুয়া তথ্য)
[(যেমন:- কবে বিয়ে করবেন - কয়ডা বিয়া করবেন - আবার কয়ডা বাচ্চা কাচ্চা অইব - কেডা আমনের বেষ্ট গার্লেফ্রন্ড - বয়ফ্রেন্ড ইত্যাদি)]
পাশাপাশি তেমন নানাবিধ সমস্যায় ও পরতে পাড়ি।
যেমন থার্ড পার্টির কোন লিংকে প্রবেশ করার সময় ওরা কিন্তু আপনার ব্যক্তিগত অনেক তথ্য জেনে যাচ্ছে এতে করে আপনি যে কোন সমস্যায় পরতে পারেন।
তাই এসব বিষয়ে সতর্ক হবেন।
এজন্য আপনাকে যা করতে হবে, যখন কোন থার্ডপার্টির লিংকে যাবেন তখন আপনি আপনার স্ক্রিনে একটি অপশন দেখতে পাবেন ওখানে লিখা আছে ইনফরমেশন এডিট।
এখানে ক্লিক করে আপনার প্রয়োজন মত এডিট করে নিতে পারেন।
#ধন্যবাদ
0 Comments