এই হোটেল এর নাম শুনেন নি এমন মানুষ অনেক কম।
এত এত ভর্তা! যেগুলোর অনেক গুলোর নাম তো দূরের কথা, কল্পনাও করা যায় না। তো, গিয়েছিলাম সেই হোটেলে। দাম ও মান যথেষ্ট ভাল ও গ্রহণযোগ্য।
আমরা ৫ জন প্রায় সব আইটেমে পেট পুরে গলা পর্যন্ত খাওয়ার পর বিল আসছিল প্রায় ৮০০ টাকা। খাবার এত সুস্বাদু যে, পেট ভরে কিন্তু মন ভরে না। এখানে সাধারণ হোটেলের মত মুরগী, গরু, খাসি পাওয়া যায় না।
হোটেলটির নামঃ হোটেল নিরিবিলি
মালিকঃ তোঁতা মিয়া
স্থানঃ টোক, কাপাসিয়া, গাজীপুর
হোটেল নিরিবিলি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক এলাকায় অবস্থিত। এখানে ৭০টির ও বেশি আইটেম এর রান্না হয় প্রতিদিন। দাম ও বেশ কম ও খাবারের মান বেশ ভাল।
কথা - #লাবিব ইত্তেহাদুল
এত এত ভর্তা! যেগুলোর অনেক গুলোর নাম তো দূরের কথা, কল্পনাও করা যায় না। তো, গিয়েছিলাম সেই হোটেলে। দাম ও মান যথেষ্ট ভাল ও গ্রহণযোগ্য।
আমরা ৫ জন প্রায় সব আইটেমে পেট পুরে গলা পর্যন্ত খাওয়ার পর বিল আসছিল প্রায় ৮০০ টাকা। খাবার এত সুস্বাদু যে, পেট ভরে কিন্তু মন ভরে না। এখানে সাধারণ হোটেলের মত মুরগী, গরু, খাসি পাওয়া যায় না।
হোটেলটির নামঃ হোটেল নিরিবিলি
মালিকঃ তোঁতা মিয়া
স্থানঃ টোক, কাপাসিয়া, গাজীপুর
হোটেল নিরিবিলি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক এলাকায় অবস্থিত। এখানে ৭০টির ও বেশি আইটেম এর রান্না হয় প্রতিদিন। দাম ও বেশ কম ও খাবারের মান বেশ ভাল।
কথা - #লাবিব ইত্তেহাদুল
Social Plugin