ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেবের সংক্ষিপ্ত পরিচিতিঃ
১/ ডক্টর মোহাম্মদ আবুল হাসান
জন্মঃ ২৩ শে অক্টোবর, ১৯৪৬ বৃহস্পতিবার সময় আসর (প্রকৃত তারিখ)
১লা জানুয়ারি ১৯৪৯(এস এস সি সার্টিফিকেট অনুযায়ী)
গ্রামঃ খিরাটি, ডাকঘরঃ খিরাটি, ইউনিয়নঃ ঘাগটিয়া, উপজেলাঃ কাপাসিয়া, জেলাঃগাজীপুর
পিতাঃ আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ(মরহুম)
মাতাঃ আলহাজ্বা হালিমা খাতুন(মরহুমা)
২/ ভাই-বোন পাঁচ ভাই ৩ বোনের মাঝে দ্বিতীয়।
বড় ভাইঃ মাওলানা আবুল কাশেম মোঃমুখলেছুর রহমান বিএ অনার্স ,এম এ (অবসরপ্রাপ্ত শিক্ষক)
ছোট ভাইঃ-
২.১/ হাফেজ আবু ইউসুফ মোঃ নোমান(ধর্মীয় শিক্ষকি বাঙ্গলাদেশ সেনাবাহিনী)
২.১/ হাফেজ আবু ইউসুফ মোঃ নোমান(ধর্মীয় শিক্ষকি বাঙ্গলাদেশ সেনাবাহিনী)
২.২/ আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ(মোহতামীম,জামিয়া রশীদিয়া আশরাফিয়া, খিরাটি)
২.৩/ হাফেজ আবু আহম্মদ মোঃ রেজাউর রহমান(কুরআন শিক্ষক, নারীশিক্ষা কেন্দ্র)
৩/ সন্তানাদিঃ
১) হাফেজ মুহাম্মদ আরশাদুল হাসান শামীম, বি।এ অনার্স ১ম শ্রেনীতে প্রথম, গোল্ডমেডেলিষ্ট; এমএ ১ম শ্রেনীতে প্রথম, প্রভাষক, আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ।
২) আশরাফুল হাসান নাসিম, বিএ অনার্স (১ম শ্রেনী); বর্তমানে কানাডায় উচ্চ শিক্ষায় অধ্যায়নরত
৩) মোহাম্মদ মাহমুদুল হাসান নাঈম,বিএসসি অনার্স ১ম শ্রেনীতে প্রথম, গোল্ডমেডেলিষ্ট, প্রভাষক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪/ শিক্ষা জীবনঃ
প্রাথমিক শিক্ষাঃ খিরাটি আব্দুল কুদ্দুস পন্ডিত সাহেবের বাড়ীর প্রাথমিক বিদ্যালয়(প্রকৃতপক্ষে এটি ছিল নিউস্কিম মাদ্রাসা)
মাধ্যমিক শিক্ষাঃ মনোহরদী হাই স্কুল, মনোহরদী, এসএসসি(মানবিক)১৯৬৪
উচ্চ মাধ্যমিক শিক্ষাঃ গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ ১৯৬৮।
স্নাতক শিক্ষাঃ গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ, বিএসসি ১৯৬৮
জীববিজ্ঞান গ্রুপে ১ম এবং সম্মিলিত মেধা তালিকায় সপ্তম
স্নাতকোত্তর শিক্ষাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়। ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র
এমএসসি প্রিলিমিনারিঃ উদ্ভিদবিজ্ঞান প্রথম শ্রেনীতে প্রথম ১৯৬৯
এমএসসি ফাইনালঃ উদ্ভিদবিজ্ঞান১৯৭০, প্রথম শ্রেনিতে প্রথম (ফল প্রকাশ ১৯৭১)
পিএইচডিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৯০, প্লান্ট ট্যাক্সোনমি
সামার সায়েন্স ইনষ্টিটিউট ট্রেনিংঃ ১ম শ্রেনীতে ১ম (১৯৭৪)
৫/ চাকরিঃ প্রভাষক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগে (ঢা.বি) যোগদান ১১ই জানুয়ারি ১৯৭৩, পর্যায়ক্রমে সহকারি অধ্যাপক (১৯৭৯) সহযোগী অধ্যাপক (১৯৯০) এবং অধ্যাপক পদে উন্নীত(১৯৯৩)।১৯৯৭ থেকে অধ্যাপক সিলেকশন গ্রেড।
৬/ আগ্রহঃ শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং বই লেখা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষনার মাধ্যমে জ্ঞানসৃষ্টি এবং আল্লাহর সৃষ্টি রহস্য উন্মোচন।
৭/ প্রকাশনাঃ প্রকাশিত গবেষনা প্রবন্ধঃপ্রায় ১০০টি
৮/ প্রকাশিত বইঃ
প্রথম পান্ডুলিপি ছিল (১৯৬৬) একটি নাটকের যা রেডিও পাকিস্থান থেকে প্রচারের উদ্দেশ্যে লিখিত।নাকটটি প্রচারের জন্য শর্ত সাপেক্ষে নির্বাচিত হয়েছিল। শর্ত ছিল নাকটটি আধা ঘন্টার প্রচারের উপযোগী করে দিতে হবে। শর্ত পালন করা হয়নি নাকটটি প্রচারও করা হয় নাই। প্রথম প্রকাশিত বই হল নানা রঙ্গ – নামের একটি হাসির গল্প।
শিশুদের জন্যঃ বর্ণমালার ছড়া, ছড়ার মেলা, সোনামনিদের আরবী ও ইসলাম শিক্ষা ১ম ও ২য় ভাগ পর্যন্ত।
কিশোরদের জন্যঃ গাছপালার কথা
সাধারণের জন্যঃ
১) মধু ও স্বাস্থ্যঃ আশরাফিয়া বই ঘর, ঢাকা
২) বাংলাদেশ ভেষজ উদ্ভিদঃ আশরাফিয়া বই ঘর, ঢাকা
৩) বাংলাদেশের লোকজ বনৌষধিঃ হাসান বুক হাউস, ঢাকা
৪) দেশীয় শাক সবজির পুষ্টি উপাদান, ভেষজগুন ও পথ্য বিচারঃ আশরাফিয়া বই ঘর, ঢাকা
৫) গাছ গাছড়া দিয়ে চিকিৎসাঃ হাসান বুক হাউস, ঢাকা
৬) আমাদের ভেষজ সম্পদঃ হাসান বুক হাউস, ঢাকা
৭) বাংলাদেশের বিষাক্ত উদ্ভিদঃ হাসান বুক হাউস, ঢাকা
৮) সাধারন রোগব্যধির হার্বাল চিকিৎসাঃ আশরাফিয়া বই ঘর, ঢাকা
৯) মহান আল্লাহতায়ালার পবিত্র বানীঃ আশরাফিয়া বই ঘর, ঢাকা।
৯/ হোমিওপ্যাথিঃ
১) সহজ প্যাথলজি শিক্ষাঃ হাসান বুক হাউস, ঢাকা
২) হোমিও ভেষজ বিজ্ঞানঃ হাসান বুক হাউস, ঢাকা
৩) অর্গানন অব মেডিসিনঃ হাসান বুক হাউস, ঢাকা
১০/ লেখা ও সম্পাদনাঃ
১)প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উদ্ভিদ(পরিচিতি, চাষ ও ব্যবহার বিধি)
১ম খন্ডঃ স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রনালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
২) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উদ্ভিদ(পরিচিতি, চাষ ও ব্যবহার বিধি)
২য় খন্ডঃ স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রনালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৩) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ উদ্ভিদ(পরিচিতি, চাষ ও ব্যবহার বিধি)
৩য় খন্ড (যন্ত্রস্থ): স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রনালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১১/ সম্পাদনা/সদস্য সম্পাদনা পরিষদঃ
1. Encyclopedia of Flora and fauna Of Bangladesh : Asiatic Society of Bangladesh (28 Volumes)
২) বাংলাদেশের উদ্ভিদ ও প্রানী জ্ঞানকোষঃ ২৮ খন্ডঃ এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ
৩) এঞ্জিওস্পার্ম ট্যাক্সোনমিঃ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীর জন্য
৪) জিমনোস্পার্ম, প্যালিওবোটানি, ইকোনমিক বোটানি এবং ইথনোবোটিকঃস্নাতক শ্রেনীর জন্য।
এন্ট্রি বা অধ্যায় লেখকঃ
১) বাংলাপিডিয়াঃ এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
২) বঙ্গভবনের শতবর্ষ(১৯০৫-২০০৫): প্রেস উইং বঙ্গভবন
৩) Hundred years of Bangabhaban (1905-2005): press wing bangabhaban
৪) 400 years of capital Dhaka(2010): Plants, wildlife, Garden and Environment of capital Dhaka. Asiatic Society of Bangladesh.
১২/ পাঠ্যপুস্তক(একক বা যৌথভাবে লিখিতঃ)
১) উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞানঃ হাসান বুক হাউস
২) উচ্চ মাধ্যমিক প্রানিবিজ্ঞানঃ স্টুডেন্ট বয়েজঃ ঢাকা
৩) ব্যবহারিক জীববিজ্ঞানঃ হাসান বুক হাউস
৪) College Biology (Higher Secondary): Jahangir Sons
৫) কলেজ বায়োলজি (উচ্চ মাধ্যমিক) জাহাঙ্গীর সন্স
৬) উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞানঃ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি
৭) উদ্ভিদবিজ্ঞান ১ম খন্ড(স্নাতক শ্রেনীর জন্য): হাসান বুক হাউস
৮) উদ্ভিদবিজ্ঞান ২য় খন্ড(স্নাতক শ্রেনীর জন্য): হাসান বুক হাউস
৯) উদ্ভিদবিজ্ঞান ৩য় খন্ড(স্নাতক শ্রেনীর জন্য): হাসান বুক হাউস
১০) পরিবেশ বিজ্ঞান(স্নাতক শ্রেনীর জন্য): মনোরম প্রকাশনী,ঢাকা।
১১) ব্যবহারিক উদ্ভিদবিজ্ঞান (স্নাতক শ্রেনীর জন্য): হাসান বুক হাউস
১২) Practical Botany(স্নাতক শ্রেনীর জন্য) হাসান বুক হাউস
১৩) উদ্ভিদ বিন্যাসতত্ত্ব (স্নাতক, স্নাতক সম্মান ও স্নাতকোত্ত্বর শ্রেনীর জন্য): হাসান বুক হাউস
১৪) বায়োডাইভারসিটি এন্ড কঞ্জারভেশন(স্নাতক, স্নাতক সম্মান ও স্নাতকোত্ত্বর শ্রেনীর জন্য): হাসান বুক হাউস
১৫) সাধারন বিজ্ঞান(৮ম শ্রেনীর জন্য): টেক্সট বুক বোর্ড ঢাকা (বর্তমানে প্রচলিত নয়)
১৬) মাধ্যমিক জীববিজ্ঞান(৯ম-১০ম শ্রেনী): টেক্সট বুক বোর্ড, ঢাকা
১৩/ উনার দুইটি প্রকাশনালয়
১) হাসান বুক হাউস
২) আশরাফিয়া বই ঘর
১৪/ গবেষনামূলক পুস্তক প্রকাশনাঃ
1. Flora of Rema-kalenga Wildlife Sanctuary, Bangladesh
2. Flora of Bangladesh(lamiaceae): Bangladesh National Her-barium
3. Flora of Bangladesh(Lecythidaceae): Bangladesh National Her-barium
4. Plant Genetic resources Of Rema kalenga Wildlife Sanctuary, Bangladesh: Lambed Academic Publishing Company, Germany(2011)
১৫/ প্রতিষ্ঠাতা/প্রধান পৃষ্ঠপোষক
১) জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি(আরবী বিশ্ববিদ্যালয়)
২) হালিমা খাতুন মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র,খিরাটি
৩) ডাঃ রওশন আরা হাসান নারি শিক্ষা কেন্দ্র,খিরাটি
৪) ডঃএম এ হাসান মডেল স্কুল,খিরাটি
৫) রাজধানী মহিলা কলেজ ,রূপনগর,মিরপুর,ঢাকা।
১৬/ সামাজিক কার্যক্রমঃ
অনন্ত নিবাস (কবরস্থান)খিরাটি৯দেয়াল ঘেরা সুরক্ষিত উচ্চভূমি এলাকা)
গ্রামিন আবাসন,খিরাটি(ভুমিহীনদের ভূমি বরাদ্ধসহ গৃহনির্মান প্রকল্প)
গরীবদের গাভী প্রদান প্রকল্পঃঅন্তত ১০টি+ গাভি প্রদান করা হয়েছে
নলকূপ প্রদান প্রকল্পঃঅন্তত ৩০টি নলকূপ প্রদান করা হয়েছে
বিশেষ দ্রষ্টব্যঃসামাজিক কার্যক্রম সমূহ খিরাটি গ্রাম উন্নয়ন পরিষদের মাধ্যমে সুসম্পন্ন করা হয়
১৭/ লার্নেড সোসাইটির সদস্যঃ
জীবন সদস্যঃ এশিয়াটিক সুসাইটি অব বাংলাদেশ
জীবন সদস্যঃ বাংলা একাডেমি
জীবন সদস্যঃ বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি
জীবন সদস্যঃ বাংলাদেশ এসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যক্সোনমিষ্টস
জীবন সদস্যঃ বাংলাদেশ এসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যক্সোনমিষ্টস
জীবন সদস্যঃ বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি
১৮/ বিবিধ দায়িত্ব পালনঃ
সভাপতিঃ পরিচালনা পরিষদ, ডঃ এম এ হাসান মডেল স্কুল, খিরাটি
সহ-সভাপতিঃ খিরাটি সিনিয়র মাদ্রাসা
সহ সভাপতিঃ বাংলাদেশ এসসিয়েশন অব প্ল্যান্ট ট্যক্সোনমিষ্টস
প্রতিষ্ঠাতা সদস্যঃ পরিচালনা পরিষদ, রাজধানী মহিলা কলেজ, রূপনগর, মিরপুর, ঢাকা
সদস্যঃ পরিচালনা পরিষদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
সদস্যঃ হার্বাল ঔষধ এডভাইজারি কমিটি, ঔষধ প্রশাসন পরিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়
চিফ এডিটরঃ বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি
১৯/ পূর্বে যেসব দায়িত্ব পালন করেছেন
সভাপতিঃ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সভাপতিঃ পরিচালনা পরিষদ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা
সভাপতিঃ পরীক্ষা কমিটি, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ঢাকা
সভাপতিঃ পরিচালনা পরিষদ,খিরাটি পূর্বপাড়া ডাঃ আব্দুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়
সদস্যঃ ড্রাগ কন্ট্রোল কমিটি, ঔষধ প্রশাসন পরিদপ্তর,স্বাস্থ্য মন্ত্রণালয় , গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সদস্যঃ ঔষধি উদ্ভিদের চাষাবাদ, অভ্যন্তরিন ব্যবহার, রপ্তানি ও গবেষনা কার্যক্রম বিষয়ে গঠিত এডভাইজরি কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সদস্যঃ মেডিসিনাল প্ল্যান্তস ও হার্বাল প্রদাক্তস ইবিজনেস প্রমোশন কাউন্সিল, বানিজ্য মন্ত্রণালয়
সদস্যঃ পরিচালনা পরিষদ, বঙ্গতাজ ডিগ্রী কলেজ, খিরাটি
সদস্যঃ পরিচালনা পরিষদ, মনোহরদী ডিগ্রী কলেজ,মনোহরদী
সদস্যঃ পরিচালনা পরিষদ, খিরাটি সিনিয়র মাদ্রাসা
হোমিওবিশেষজ্ঞঃ ঔষধ প্রশাসন পরিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রনালয়, বাঙ্গলাদেশ সরকার
এক্সিকিউটিভ এডিটরঃ বাংলাদেশ জার্নাল অব বোটানি
চিফ এডিটরঃ উদ্ভিদ বার্তা
২০/ গবেষনা কার্যক্রমঃ
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের জ্ঞান বিতরণ ও জ্ঞান সৃষ্টি উওভয়বিধ কাজ করতে হয়। জ্ঞান সৃষ্ঠির জন্য তাই প্রয়োজনীয় গবেষনা ও গবেষনার ফলাফল উপযুক্ত বিবেচিত হলে দেশি ও বিদেশি জার্নালে প্রকাশ করা হয়। ডক্টর মোহাম্মাদ আবুল হাসানের প্রকাশিত বই ও গবেষণা প্রবন্ধের সংখ্যা একশতকের উপর
আন্তর্জাতিক মানের যেসব বিদেশি জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাঁর উল্লেখযগত্য কয়েকটি নিম্নরূপ
জার্মানি থেকে প্রকাশিত জার্নাল Planta Medica ও Pharmaze
জাপান থেকে প্রকাশিত জার্নালঃ Cytologia
লন্ডনের কিউ থেকে প্রকাশিতঃ IUCN এর Species
ইন্ডিয়া থেকে প্রকাশিতঃ Asian journal Of chemistry
আর্জেন্টিনা থেকে প্রকাশিতঃ Latin American Journal Of Pharmacy
হনোলুলু (USA) থেকে প্রকাশিতঃ Heliconia Society International-Bulletin
পাকিস্থান থেকে প্রকাশিত জার্নালঃ Hamdard Medicus
এছাড়া তাঁর তত্বাবধানে উপস্থাপিত একটি পিএইচডি থিসিসঃ Plant Genetic Resources Of rema kalenga Wildlife Sanctuary, Bangladesh রেফারেন্স বই হিসেবে সম্প্রতি জার্মানির Lamberd Academic Publishing Company প্রকাশ করেছে । এটি প্রমান করে অত্যন্ত সীমিত সুযোগ সুবিধা সংবলিত পরিবেশ গবেষণা করলেও বাংলাদেশকৃত এসব গবেষণা আন্তর্জাতিক মানের।
২১/ থিসিস তত্বাবধানঃ
প্রফেসর ডঃ মোঃ আবুল হাসানের তত্বাবধানে বহু গবেষক এম.এস; দুজন এম. ফিল এবং চারজন পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন এবং আরো পাঁচজন পিএইচডি প্রোগ্রামে গবেষণারত আছেন।
বিশেষ কথা
New York Academy of Sciences এর মেম্বারসীপ প্রদানের একটি রেপ্লিকা এবং American Biographical Institute এর একটি পত্র এখানে উপস্থাপন করা হলো তবে এর কোনটিই তিনি গ্রহণ করেননি
ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ ডঃ মোহাম্মদ আবুল হাসান-এর সংবর্ধনা উপলক্ষ্যে প্রকাশিত সাময়িকী
আলোকিত খিরাটি-প্রকাশকাল-২০১১
ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ ডঃ মোহাম্মদ আবুল হাসান-এর সংবর্ধনা উপলক্ষ্যে প্রকাশিত সাময়িকী
আলোকিত খিরাটি-প্রকাশকাল-২০১১
সোর্স অফ রাইট
Kapasia Upazila
Social Plugin