দেশটা কী মগের মুল্লুক?
আজ সকালে বারিষাব ইউনিয়নে নোরারপুল, গিয়াসপুর ও বারিষাব বাজারে নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আতাউজ্জামান বাবলু জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট না দিলেও আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। বাবলু কিভাবে নিশ্চিত হলেন ভোটাররা ভোট না দিলেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন?
লোক মুখে শুনা যাচ্ছে বাবলুর সমর্থকরা বলে বেড়াচ্ছেন, মেম্বারদের ভোট গোপন কক্ষে দিলেও বাবলুকে নৌকা প্রতীকে ভোট সবার সামনেই ভোট দিতে হবে। মনোয়ার এবং কফিল উদ্দিনের ভোটাররা আতংকে আছেন। এব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
#উল্লেখ্য গত ইউপি নির্বাচনে বারিষাব ইউনিয়নের চেংনা কেন্দ্রে ভোট গননার সময় মনোয়ার হোসেন আকন্দের এজেন্টদের বের করে দিয়ে তাঁর প্রাপ্ত ভোট(ব্যলট পেপার) ছিড়ে ফেলা হয় এবং নতুন করে সিল মেরে বাবলুর ভোট বাড়ানো হয়। মনোয়ার অল্প ভোটের ব্যবধানে হেরে যান।
পাবলিক কমেন্টস দেখতে
মুল পোষ্ট দেখুন
আজ সকালে বারিষাব ইউনিয়নে নোরারপুল, গিয়াসপুর ও বারিষাব বাজারে নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আতাউজ্জামান বাবলু জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট না দিলেও আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। বাবলু কিভাবে নিশ্চিত হলেন ভোটাররা ভোট না দিলেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন?
লোক মুখে শুনা যাচ্ছে বাবলুর সমর্থকরা বলে বেড়াচ্ছেন, মেম্বারদের ভোট গোপন কক্ষে দিলেও বাবলুকে নৌকা প্রতীকে ভোট সবার সামনেই ভোট দিতে হবে। মনোয়ার এবং কফিল উদ্দিনের ভোটাররা আতংকে আছেন। এব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
#উল্লেখ্য গত ইউপি নির্বাচনে বারিষাব ইউনিয়নের চেংনা কেন্দ্রে ভোট গননার সময় মনোয়ার হোসেন আকন্দের এজেন্টদের বের করে দিয়ে তাঁর প্রাপ্ত ভোট(ব্যলট পেপার) ছিড়ে ফেলা হয় এবং নতুন করে সিল মেরে বাবলুর ভোট বাড়ানো হয়। মনোয়ার অল্প ভোটের ব্যবধানে হেরে যান।
পাবলিক কমেন্টস দেখতে
মুল পোষ্ট দেখুন
Social Plugin